#

বরিশাল প্রতিনিধি :: বরিশালে সরকারী বরিশাল কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম রিজনকে পরিকল্পিতভাবে উপর্যপুরি কুপিয়ে হত্যা করার প্রধান আসামী রিয়ান সিকদারের দীর্ঘ ১ মাস পর পালিয়ে থেকে জামিনের জন্য আজ মঙ্গলবার (১৮) এপ্রিল আদালতে আবেদন করা হলে তার জামিনের প্রার্থনা বাতিল করে জেল হাজতে প্রেরন করার আদেশ দিয়েছে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আসামী রিয়ান সিকদারের জামিন আদেশ বাতিল করার পরপরই কোর্ট পুলিশ আসামীর হাতে হ্যান্ডকাফ না লাগানোর জন্য পুলিশের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে মামলার ৪নং জামিনে থাকা আসামীর পিতা মোঃ লিখন সিকদার সহ বেশ কয়েকজন মিলে আসামী রিয়ানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এক প্রর্যায়ে কোর্ট পুলিশ পুনরায় আসামীকে কোর্ট হাজতখানায় না নিয়ে রিয়ানকে আদালতের বিচারের কক্ষে নিয়ে যাওয়া হলে বিচারকের উপ¯ি’তিতে আসামীর হাতে হ্যান্ড কাফ পড়িয়ে হাজতখানায় পাঠিয়ে দেয়।

উল্লেখ্য, মামলার বিবরন ও এলাকাবাশিরা জানায় এলাকা বিভিন্ন কিশোর গ্যাং সন্ত্রাসী কাযকলাপ করার প্রতিবাদ করার জেড় ধরে গত ১৫ মার্চ বিকালে রাকিবুল ইসলাম রিজন বাসা থেকে বেড় হয়ে মোটর বাইক নিয়ে কাশিপুর বাজারের দিকে আসার পথে নগরীর ইছাকাঠি প্রধান সড়কের উপর পরিকল্পিতভাবে পূর্ব থেকেই অব¯’ান নেয়া প্রধান হামলাকারি কিশোর গ্যাং লিডার মোঃ রিওয়ন সিকদারের নেতৃত্বে মোঃ সিহাব,মোঃ রাকিব,মোঃ লিখন সিকদার,রাব্বি কাজী, মোঃ সাদ ও ইজাজুল ইসলাম আবির সহ অজ্ঞাত আরো ৪/৫ জন রিজনের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করার উর্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে বীরদর্পে চলে যাবার সময় ¯’ানীয় লোকজন রিজনকে বাচাবার জন্য এগিয়ে আসলে তাদেরকে বিভিন্ন ধরনে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন