প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২০, ৩:৫৩ অপরাহ্ণ
বরিশালে কর্মহীন ১৬৬ পরিবারের মাঝে নগদ টাকা এবং ১৩০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। পিছিয়ে নেই ব্রাক এবং এস আর সমাজকল্যাণ সংস্থা। আজ ৫ এপ্রিল রবিবার সকাল ১১ টার দিকে নগরীর কেডিসি বালুর মাঠে ব্রাক বরিশাল এর আয়োজনে ১৬৬ জন কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ ১৫০০ টাকা করে মোট ১৬৬ টি পরিবারের মাঝে ২ লক্ষ ৪৯ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় তিনি কেডিসি বালুর মাঠের কিছু কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ টাকা তুলে দেন। ব্র্যাকের পক্ষে এ কাজে সমন্বয় করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী জনাব রিপন চন্দ্র মন্ডল।পরে সেখান থেকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের এস আর সমাজকল্যাণ সংস্থার আয়োজনে লাকুটিয়া বাটনা প্রধান কার্যালয়ে বরিশাল সদর উপজেলা এবং মহানগরীর ১৩০০ কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় প্রত্যেককে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, পেঁয়াজ এবং তেল ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। পর্যায় ক্রমে বরিশাল সদর উপজেলা এবং মহানগরীর ১৩০০ টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত বাহিরে বের না হবার আহবান জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com