বরিশালে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমূহ বরিশাল সৌজন্যে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩৫ টি ভ্যান, স্বাস্থ্য সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বিডিএস এর প্রতিনিধিসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ৩৫ জন করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় মানুষের মাঝে ভ্যান, স্বাস্থ্য সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং শীতবস্ত্র কম্বল বিতরণ ও একজন নারীকে সেলাই মেশিন বিতরণ করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com