বরিশালে করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের জীবানুনাশক পানি স্প্রে।

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২৫ মার্চ বুধবার বিকাল ৫ টার দিকে জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় ও বরিশালের সকল উপজেলায় ফায়ার সার্ভিস এর সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক পানি স্প্রে করা হয়। এলক্ষে আজ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এ কাজের শুভ সুচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপ পরিচালক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মোঃ নজরুল ইসলাম খান, সহকারী পরিচালক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বরিশাল মোঃ ফারুক হোসেন।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে বরিশাল সিটি কর্পোরেশন হয়ে সদর রোড হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক জীবানুনাশক পানি স্প্রে করা হয়। পর্যায় ক্রমে বরিশাল নগরীরসহ সকল উপজেলায় স্প্রে করা হবে।