বরিশালে করোনা পরীক্ষার পিসিআর মেশিন স্থাপন

:
: ৪ years ago

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। শুরু হয়েছে প্রশিক্ষণও। একসাথে ৯৪ জনের করোনা টেস্ট করা যাবে।

মঙ্গলবার( ৭ এপ্রিল) শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিসিআর মেশিন যারা স্থাপন করেছেন তারাই বরিশালের মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসক ও টেকনোলজিষ্টদের প্রশিক্ষণ দিবেন।

প্রশিক্ষণের কাজ শেষ হলে পুরোদমে করোনা টেস্টের কার এক সপ্তাহ পরে শুরু হবে। তবে প্রশিক্ষণ চলাকালে স্বল্প সংখ্যক করোনা টেস্ট করা হবে। এই মেশিনে একসাথে ৯৪টি টেস্ট করা যাবে। আর সময় লাগবে ৫ থেকে ৬ ঘণ্টা।

দেশের বিভাগীয় শহরে পিসিআর মেশিন স্থাপন করার অংশ হিসেবে গত ৩০ মার্চ ঢাকা থেকে এই মেশিনটি বরিশালে পাঠানো হয়।