বরিশালে করোনায় ৬ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৪ years ago

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে গত দুই দিনে করোনা ও করোনা উপর্সগ নিয়ে ৬ জন মৃত্যুবরণ করেছেন।

এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে বরিশল নগরের কাউনিয়া এলাকার ফজলুল হক (৭০) ও উজিরপুর উপজেলার সেলিমের (৫৩)। বাকি ৪ জনের এখনো করোনা রির্পোট পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বরিশাল নগরীরই ৪৮ জন। অর্থাৎ জেলায় মোট নতুন শনাক্তের মধ্যে ৯২ দশমিক ৩০ শতাংশই বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৯১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৫১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৯৮ জনের।

এ জেলায় এ পর্যন্ত ৩ হাজার ১৬২ জন বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।