বরিশালে কমিউনিস্টলীগের উদ্যোগে প্লেনাম’র উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠিত

:
: ২ years ago

ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ, খাদ্য, কাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিন দিন ব্যাপী কেন্দ্রীয় প্লেনাম উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্টলীগের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলে চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্টলীগের সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড অধ্যাপক আবদুস সাত্তার, কেন্দ্রীয় মন্ডলীর সদস্য কমরেড রণজিৎ চট্টোপাধ্যায়।

বক্তারা বলেন, দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। একদিকে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন, অপর দিকে চাল,ডাল তেল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি। আজকে বাজার পুরোপুরি সিন্ডিকেট ব্যবসায়িদের নিয়ন্ত্রনে। বাজার তদারকি নেই সরকারের। ডিজিটাল নিরাপত্তা আইন নামক দমন মুলক আইনের মাধ্যমে বাকস্বাধীনতা তথা মত প্রকাশের অদিকার কেড়ে নেওয়া হয়েছে।

বক্তরা আরো বলেন এদেশে একটি গণতান্ত্রিক নিরপক্ষ সরকার ছাড়া বাংলার জনগণ আর ভোট দিতে পারবে না। তাই ভোটের অধিকার আদায় করতে হলে ফ্যাসিবাদী সরকারকে উৎক্ষাত করার জন্য লড়াই করতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন, কমরেড শামীম ইমাম, কমরেড নজরুল ইসলাম, ওয়াকার্স পার্টি মাক্সবাদী কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ,বরিশাল ইউনাইটেড কমিউনিস্ট লীগ পার্টি সাধারন সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক নিপৃন্দ নাথ বাড়ৈ। এসময় তারা আগামী ২৮ মার্চ হরতাল পালন করার আহবান জানান।

প্লেনাম সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়কে এক লাল পতাকার মিছিল বেড় করে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।