বরিশালে কবি জীবনানন্দ দাশের বাড়ি দখলদারদের উচ্ছেদ করাসহ চার দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি করেছে সৈয়দ মেহেদি হাসান নামের এক কবি।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এখানে একাত্মতা প্রকাশ করে জীবনান্দপ্রেমী এবং সংস্কৃতিক কর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৪৮ সালে স্বপরিবারে কবি জীবনানন্দ দাশ বরিশাল থেকে চলে যান। ১৯৫৪ সাল পর্যন্ত বরিশাল নগরের জীবনানন্দ দাশ সড়কে ধানসিঁড়ি নামক বাড়িতে তাদের স্বজনরা ছিলেন। তারা একজন তত্ত্বাবধায়ক রেখে গেলে তিনি কৌশলে বাড়িটি নিলামে উঠিয়ে বিক্রি করে দেন।
দখলদারদের উচ্ছেদ করে জীবনান্দ দাশ গবেষণাগার তৈরি করার দাবি তোলেন বক্তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com