বরিশালে কনকনে শীতের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি

:
: ৫ years ago

প্রচন্ড শীতের মধ্যে বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। একদিকে শৈত্যপ্রবাহ অন্যদিকে সূর্য গ্রহণের কারণে সূর্যের আলোর দেখা নেই। এরই মধ্যে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। দিনের বেলাতে গুড়িগুড়ি বৃষ্টি নজর এড়ালেও সন্ধ্যা রাতের পরপর পিচঢালা রাস্তা ভিজিয়ে কনকনে শীতে কাপাচ্ছে জনজিবনকে।তাই সাধারণ মানুষ বিশেষ করে কর্ম ব্যস্ত মানুষ বিপাকে পড়েছে।

 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সকালেই বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। প্রথমে ধুলোময়বৃষ্টি শুরু হলেও এখন বেশ কয়েক মিনিট ধরে চলা শুরু করছে বৃষ্টি।

 

বরিশাল নগরীর প্রান কেন্দ্র সদররোড এলাকার ফুটপাত ব্যবসায়ী রেইনকোট পরে দাঁড়িয়ে রবিউল ইসলাম বলেন, প্রচন্ড শীতের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। খাবার বিক্রিও করতে হবে সংসারের দৈনিক জীবিকার তাগিদে ।তাই বাধ্য হয়ে রেইনকোট পরে রাস্তায় নেমে দাড়িয়ে আছি।

 

রিক্সা চালক আবদুল জব্বার বলেন, এমনিতেই শীতে কম্বল থেকে বেরুনো সম্ভব হচ্ছে না,তার মধ্যে আবার বৃষ্টি এসে জনদূর্ভোগ নামিয়ে দিয়েছে। সদর রোড, নগরভবনের সামনে সহ বরিশাল নগরীর প্রায়শ রাস্তার ফুটপাত ব্যাবসায়ীরা বৃষ্টির আগমনে পলিথিনের প্যাকেট করে ব্যবসা গুটিয়ে ভবনের বেলকোনির নিচে জড়সড় হয়ে গুটিয়ে থাকতেও দেখা গেছে।