বরিশালে ওস্তাদ বিনয় কৃষ্ণ দাস স্মৃতি ট্রাস্ট কার্যনির্বাহী পরিষদের সভা ও শীতবস্ত্র বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২০ জানুয়ারি সোমবার বিকাল ৪ টার দিকে, তানসেন সংগীত বিদ্যালয় ও ওস্তাদ বিনয় কৃষ্ণ দাস স্মৃতি ট্রাস্ট কার্যালয়ে। ওস্তাদ বিনয় কৃষ্ণ দাস স্মৃতি ট্রাস্ট এর আয়োজনে। ওস্তাদ বিনয় কৃষ্ণ দাস স্মৃতি ট্রাস্ট কার্যনির্বাহী পরিষদের সভা ও শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি ওস্তাদ বিনয় কৃষ্ণ দাস স্মৃতি ট্রাস্ট বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানসেন ও ওস্তাদ বিনয় কৃষ্ণ দাস স্মৃতি ট্রাস্ট কার্যনির্বাহী প্রিয়লাল দাস। এসময় আরো উপস্থিত ছিলেন সভাপতি শহীদ আবদুর সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল মানবেন্দ্র বটব্যল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সম্পাদক-প্রকাশক দৈনিক আজকের পরিবর্তন কাজী মিরাজ, সহ-সভাপতি কার্যনির্বাহী কমিটি বিনয় ভূষণ মন্ডল, সহ-সভাপতি কার্যনির্বাহী কমিটি মিন্টু কুমার কর, উপদেষ্টা কার্যনির্বাহী কমিটি টুটুল চৌধুরী, সাধারণ সম্পাদক বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ মিজানুর রহমানসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সুধীজনরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা ওস্তাদ বিনয় কৃষ্ণ দাস স্মৃতি ট্রাস্টের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়, সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র ৫০ জন শিক্ষার্থী ও সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।