বরিশালে ঐতিহাসিক দুর্গা সাগর পরিদর্শনে শাহান আরা আব্দুল্লাহ

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহান আরা আব্দুল্লাহ বাবুগঞ্জের ঐতিহাসিক দূর্গা সাগর পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে তিনি দুর্গা সাগর পরিদর্শনে এসে সীমানা প্রাচীর ও রেষ্ট হাউজ নির্মাণ সহ এর সৌন্দর্য বর্ধনে তার প্রয়াত শ্বশুর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সরকারের কৃষি ও ভূমি মন্ত্রী আ. রব সেরনিয়াবাত এবং ৯৬-২০০১ সালে শেখ হাসিনার সরকার আমলে স্বামী তৎকালীণ চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা উল্লেখ করেন।

এসময় মুক্তিযোদ্ধা ফরিদা খানম শাখী, বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আওরঙ্গজেব, বাবুগঞ্জের মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমন, মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজ আহম্মেদ স্বপন, বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুর রহমান অপু, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, যুবলীগ নেতা ফায়েজ আহম্মেদ শাওন প্রমূখ। এসময় শাহান আরা আব্দুল্লাহ দুর্গা সাগরের আরও সৌন্দর্য বর্ধন করে পর্যটন এলাকায় রুপান্তরে ভূমিকা রাখার কথা জানান।