বরিশাল প্রশ্নপত্র ফাঁস পরিকল্পনার অভিযোগে একটি বেসরকারি পলিটেকনিকের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুন) গভীর রাতে বরিশাল শহরের কাশিপুরস্থ ইনফ্রা পলিটেকনিকের আশপাশ এলাকার বেশ কয়েকটি মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২৬ই জুন সন্ধ্যায় বরিশাল এয়ারপোর্ট থানা বিএমপি ৯৯৯ -এর সংবাদের ভিত্তিতে ২৭জুন অনুষ্ঠিতব্য ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ৬ষ্ঠ সেমিস্টারের অটোক্যাড-২, বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার।
গ্রেফতারকৃতরা হলো ইনফ্রা পলিটেকটিক ইনস্টিটিউট এর ছাত্র মোঃ জাহিদুল ইসলাম(১৯), মোঃ আবু নাঈম(২০), পিতা- আব্দুল মান্নান হাওলাদার, মোঃ আমিমুল ইসলাম ওরফে নাছিম (২০), সাব্বির হোসেন ওরফ সোহেল(২০), পিতা-সোহরাব হোসেন সরদার, মোঃ তারেক রহমান (১৯), পিতা-মোঃ হুমায়ুন কবির তালুকদার দের গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)
গ্রেফতারদের বাড়ি বরিশালের বিভিন্ন জেলায়। ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সুবাদে ইনস্টিটিউট ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা থাকতেন। সেখান থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।
এয়ারপোর্ট থানা মামলা নং- ২৬ তাং ২৭ জুন ধারা পরীক্ষা নিয়ন্ত্রণ (অপরাধ) আইন ১৯৮০ সালের ৪(ক) (খ) রুজু করা হয়েছে ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com