বরিশালে এসডিএফের জেলা পর্যায়ের স্টেকহোল্ডাদের সাথে মতবিনিময় সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান প্রদান

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২৩ এপ্রিল দুপুর ১ টায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে। এসডিএফ এর আঞ্চলিক অফিস কনফারেন্স রুমে। এসডিএফ বরিশাল জেলার কর্মকান্ডের উপর দিনব্যাপী জেলা পর্যায়ের স্টেকহোল্ডাদের সাথে মত বিনিময় সভা ও পাঁচজন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক জেলা সমবায় অফিসার বরিশাল, মুহাম্মদ মিজানুর রহমান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, মোঃ সোয়েব ফারুক, জেলা ব্যবস্থাপক এসডিএফ বরিশাল, মোঃ আনোয়ারুল করিম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক এসডিএফ বরিশাল অঞ্চল, নজরুল আলম সরদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি অলাভজনক স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসক বরিশাল এসডিএফ এর উপকারভোগী সন্তানদের মধ্যে নির্বাচিত ৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুটি কিস্তির প্রথম কিস্তির টাকা।জন প্রতি ১৫,০০০/- টাকা করে ৭৫,০০০/- টাকার চেক প্রদান করেন।