বরিশালে এসএনডিসি’র আয়োজনে যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

:
: ২ years ago

“পিছিয়ে পরা শিশুদের জন্য ” এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা সামাজিক সংগঠন এসএনডিসি বরিশাল জেলা শাখার আয়োজনে আজ ২১ ফেব্রুয়ারি সোমবার যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সকাল ৮ টার দিকে বর্ণ মিছিল সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এসএনডিসি বরিশাল জেলা শাখার সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহরের মুক্তিযোদ্ধা পার্কে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এসএনডিসি পরিচালিত আমাদের পাঠশালা’র আয়োজনে পাঠশালার সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার্থীদের অংশগ্রহণ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, বিশেষ অতিথি ছিলেন এসএনডিসি’র উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএনডিসির সভাপতি সফিকুল ইসলাম ডালিম। এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তানজীল ইসলাম শুভ, একুশে ফেব্রুয়ারি ২০২২ এর উদযাপন কমিটির আহবায়ক ইভান, বিথী, সাকিব, সামিয়া, আবিরসহ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা ৩ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।