বরিশালে এসএনডিসির আয়োজনে বিশ্ব শিশু দিবসে সুবিধা বঞ্চিত পথ শিশুদের সাথে কেক কাটলেন জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৪ years ago

শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে এই স্লোগান নিয়ে আজ ৫ অক্টোবর সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। আর এই শিশু দিবসকে সফল এবং সার্থক করতে শিশুদের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান শতাধিক সুবিধা বঞ্চিত পথ শিশুদের সাথে বিশ্ব শিশু দিবস উদযাপন করেন। আজ ৫ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্কে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্রিট চিলড্রেন নওস ডেভেলপমেন্ট ক্লাব (এসএনডিসি) আয়োজনে শতাধিক পথ শিশুদের সাথে কেক কেটে বিশ্ব শিশু দিবস ২০২০ উদযাপন করেন। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, সভাপতি তানজীল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ডালিমসহ সংগঠনের সদস্যরা। এসময় জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর পক্ষ থেকে শিশুদের মিষ্টি খাওয়ানো হয়। এসএনডিসি ৫ আগষ্ট ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে, সদস্যদের নিজ উদ্যোগে পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। ভ্রাম্মমাণ শিক্ষা কার্ষক্রম ভ্রাম্মমাণ শিক্ষা প্রতিষ্ঠান “আমাদের পাঠশালা” পরিচালনা করে আসছে। নগরীর মুক্তিযোদ্ধা পার্কে খোলা আকাশের নিচে সপ্তাহে দুই দিন চলে এই শিক্ষা কার্ষক্রম আমাদের পাটশালা। যেখানে রয়েছে প্রায় ২০০ জন কোমল মতি সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থী। যাদেরকে বিনামূল্যে পাঠদান এবং নানা ধরনের সচেতন মূলক শিক্ষা দিয়ে থাকে এসএনডিসি। তাদের মূল লক্ষ নিরক্ষর এবং পথশিশু মুক্ত বাংলাদেশ গড়া।