প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৫, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০১৯, ১:৫৩ পূর্বাহ্ণ
বরিশালে এলপি গ্যাস অবৈধ ভাবে মজুদ করার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

গতকাল ৫ মার্চ দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নগরীর বটতলা বাজার এলাকায় এলপি গ্যাসের অবৈধ মজুদ এবং মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।
বটতলা বাজারের শরীফ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেখতে পায় লাইসেন্সের শর্তানুযায়ী ডিলার শরীফ এন্টারপ্রাইজ সর্বোচ্চ ৪০টি সিলিন্ডার মজুদ রাখতে পারেন। কিন্তু প্রতিষ্ঠানের মালিক মোঃ নুরুল আলম তার গোডাউনে দুইশতাধিক এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখেন।
এ অপরাধে প্রসিকিউশন প্রদান করেন। সহকারী বিস্ফোরক পরিদর্শক বরিশাল, জনাব মোঃ মোজাহিদুল ইসলাম । আরও উপস্থিত ছিলেন বিআরটিএ, বরিশাল এর ইন্সপেক্টর, দেবাশিষ দাস, এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস, কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিধিমালা ২০০৪ আইনের ৬৯ লঙ্ঘন পূর্বক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যে লিপ্ত থাকার অপরাধে।
শরীফ এন্টারপ্রাইজের মালিক মোঃ নুরুল আলমকে পঞ্চাশ (৫০০০০) হাজার টাকা অর্থ জরিমানা আদায় করা হয়েছে। এলপি গ্যাস সিলিন্ডারের অবৈধ ব্যবহার রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com