বরিশালে এবার জেএসসি পরীক্ষার্থী ১ লাখ ২১ হাজার ৯৮২

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশালে এবার ১ হাজার ৭০৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ২১ হাজার ৯৮২ জন। এদের মধ্যে ছাত্র ৫৭ হাজার ৪৩৮ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৫৪৪ জন।
ছেলেদের চেয়ে এবারও মেয়ে পরীক্ষার্থী ৭ হাজার ১০৬ জন বেশী।

গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ৪ হাজার ৪৮৪ জন। এবার নতুন ১০টিসহ মোট কেন্দ্র ১৭২টি। ২০১৬ সালে বরিশালে জেএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৪৯৮ জন।

বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পরীক্ষার্থী ৩৯ হাজার ১ জন বরিশাল জেলায়। এর মধ্যে ১৭ হাজার ৮৭৬ জন ছেলে এবং ২১ হাজার ১২৫ জন মেয়ে।

পটুয়াখালী জেলায় ২১ হাজার ৯২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে ১১ হাজার ১২৫ জন এবং মেয়ে ১০ হাজার ৮১৩ জন।

বরগুনা জেলায় ১৪ হাজার ৬০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৯৮৯ জন ছেলে এবং ৭ হাজার ৬১২ জন মেয়ে।

পিরোজপুরে ১৫ হাজার ২২১ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৬ হাজার ৭৮০ এবং মেয়ে পরীক্ষার্থী ৮ হাজার ৪৪১ জন।

ভোলা জেলায় ১৯ হাজার ৭৬০ পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৬১ জন ছেলে ১০ হাজার ১৯৯ জন মেয়ে।

ঝালকাঠীতে ১১ হাজার ৪৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ১০৭ জন ছেলে ৬ হাজার ৩৬৪ জন মেয়ে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানান, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।