বরিশালে এইচআইভি এইড্স বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

:
: ৫ years ago

লাইট হাউস বরিশাল ডিআইসি’র উদ্যোগে বরিশাল নগরীতে এইচআইভি বা এইড্স বিষয়ক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এইচআইভি বা এইড্স প্রতিরোধ প্রকল্পের আওতায় লাইট হাউস কনসোর্টিয়াম এর আওতায় দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিডিডিআর,বি এর অর্থায়নে স্বাস্থ্যসেবা সরবরাহকারী, ধর্মীয় নেতা, আইনজীবি, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সিবিও প্রতিনিধিদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি সিভিল সার্জন ডাঃ মোহম্মদ মাহামুদ হাসান, মেডিকেল সহকারি মাহামুদুল হাসান, আউটরীচ সুপারভাইজার চঞ্চল হালদার ,মেডিকেল অফিসার ডাঃ সিফাত-উজ-জোহরা, ডাঃ যতিন চন্দ্র রায়, ইউএইচএফপিও, এ্যাডভোকেট শাহিদা তালুকদার,  দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার নিউজ এডিটর এম.কে. রানা সহ, রাশিদা পারভিন কাউন্সিলর (২৮,২৯,৩০ নং ওয়ার্ড, বিসিসি), এ্যাডভোকেট মোঃ মোঃরাকিব হাসান, দৈনিক আমাদের বরিশাল পত্রিকার ষ্টাফ রিপের্টার আহমেদ বায়েজিদ, ব্র্যাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার কালিদাস পান্ডে, ইমাম, শিক্ষক ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভার শেষ পর্বে সকল অংশগ্রহনকারী উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন এবং প্রত্যেকে নিজ নিজ মতামত তুলে ধরেন। উক্ত অবহিতকরন কর্মশালায় সার্বিকভাবে সহযোগীতা করেন সিভিল সার্জন বরিশাল অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল।