#

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতীক বরাদ্দের পরপরই বরিশালে প্রচার-প্রচারণা শুরু করেছে প্রার্থী ও সমর্থকরা।

সোমবার (১০ ডিসেম্বর) বেলা ২টা থেকেই নগরীর বিভিন্ন স্থানে এই কার্যক্রম শুরু করেন মনোনয়ন ও প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীর সমর্থকরা।

বেলা সোয়া ২ টায় নগরীর কালিবাড়ি রোড থেকে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেন বরিশাল সদর আসনের আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামিম। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গনসংযোগকালে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে আ’লীগ প্রার্থী জাহিদ ফারুক শামিম বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সাধারণ মানুষ নৌকা মার্কায় ভোট দিবে। এসময় ভোটারদের কাছে দোয়া চেয়েছেন শামিম।

এদিকে, বেলা সোয়া ৩ টায় নগরীর পশ্চিম কাউনিয়াস্থ বাসভবন সংলগ্ন এলাকা থেকে প্রচারণা কার্যক্রম শুরু করেছে সদর আসনের ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরওয়ার। এসময় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবী জানিয়েছেন তিনি।

অপরদিকে একই আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করেন।

উল্লেখ্য, এর আগে বেলা ১২ টায় নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন