বরিশালে যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা শুরু হয়েছে। সোমবার সকালে মহাষষ্ঠী শুরু হয়।
এ সময় মন্ডপে মন্ডপে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ অনুষ্ঠিত হয়। ষষ্ঠী উপলক্ষ্যে নগরীর বিভিন্ন পূজা মন্ডবে ভিড় করেন ভক্ত ও দশর্নার্থীরা।
ভক্তরা পূজা-অর্চনা করেন। তারা বিভিন্ন মন্ডপ ঘুরে দেখেন এবং আনন্দ প্রকাশ করেন। বিকেলে অনুষ্ঠিত হয় দেবীর বোধন, আমন্ত্রন ও অধিবাস।
নগরীর রামকৃষ্ণ মিশনে এই পূজা দেখতে ভিড় করেন ভক্তরা। মঙ্গলবার সপ্তমী পূজা থেকে মন্ডপগুলোতে ভিড় আরও বাড়বে বলে আশা করেন নগরীর ফলপট্টির মহানগর পূজা মন্ডপের পুরোহীত বেনী মাধব চক্রবর্তী।
এবার বরিশাল নগরীতে ৪৫টিসহ জেলায় ৬৩৪টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দূর্গা পূজা। এদিকে পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
সবগুলো সার্বজনীন মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫শ কেজি করে চাল অনুদান দেয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com