বরিশালে উদীচীর বসন্ত উৎসব ১৪২৭ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

লেখক:
প্রকাশ: ৩ years ago

বাসন্তী বিকেলে এসো স্নাত হবো আনন্দধারায় ঋতুরাজ বসন্তকে বরণ করতে আজ ১৪ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটক এর আয়োজনে জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে বসন্ত উৎসব ১৪২৭ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্বাস উদ্দিন খান, সরকারি সৈয়দ হাতেম অালী কলেজ অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ শুভাষ চন্দ্র পাল, সাবেক সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ, সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় নজমুল হোসেন আকাশ, পরিষদ সাইফুর রহমান মিরণ সভাপতি উদীচী বরিশাল জেলা সংসদ, সভাপতিমণ্ডলীর সদস্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আজমল হোসেন লাবু, স্নেহাংশু কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, উদীচী বরিশাল জেলা সংসদসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা বসন্ত উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।