বরিশালে উজিরপুর ও বানারিপাড়ায় মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় ফাইয়াজুল হক রাজু

লেখক:
প্রকাশ: ৭ years ago

জাকারিয়া আলম ‍দিপু:

আজ মহান মে দিবস । মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা।  এবারে মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক-মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই।’

বরিশালে উজিরপুর বানারিপাড়ায় মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস ও বাংলদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ,কে, ফাইয়াজুল হক রাজু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদার।

আলোচনা সভায় ফাইয়াজুল হক রাজু বলেন , আমার দাদা আমাদের মহান নেতা শেরে বাংলা একে ফজলুল হক বলতেন,গামছা ঘামতা অথাৎ যার ঘাম তার দাম মর্মে রাজনীতি করতেন বাংলার বাঘ ফজলুল হক।তিনি আরো বলেন বাংলাদেশের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭২ সালে বক্ত্যবো রেখে ছিলেন জাতির উদ্দেশে আমার শ্রমিকরা চুরি করে না, আমার মেহনতী ভাইয়েরা ডাকাতি করে না,আমার শ্রমিকরা রাহাজানি করে করে না। করে আমাদের মত শাট-প্যান্ট পড়া ভদ্র লোকেরা। তিনি আরো বলেন, আমার বাবা একে ফাইজুল হক শ্রমিক মানুষের কথা চিন্তা করে তিনি জুটমিল চালু করেছিলেন। কিন্তু বিএনপি সরকার তা বন্ধ করে দেন। তিনি বলেন আমি যদি সংসদ সদস্য হওয়ার সুযোগ দিন তাহলে পুনরায় জুটমিল চালু করে আপনাদের কর্সংস্থানের ব্যবস্থা করে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়বো।

উল্লেখ্য ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী শের-ই- বাংলা একে ফজলুল হকের দৌহিত্র (নাতী) ফাইয়াজুল হক রাজু।