বরিশালের উজিরপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৩ মে) বেলা ১ টার দিকে উজিরপুর উপজেলার সোনারবাংলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন হালাদার (৫০) বরিশালের বাবুগঞ্জের মৃত আঃ জব্বার হাওলাদারের ছেলে। অপরদিকে আহতদের মধ্যে বরিশাল নগরের আঃ মালেক (৪৫), বানারীপাড়া উপজেলার আলো (৩০), হাফিজা (৪০), শিমু (১৮), শারমিন (১৫), আসলাম (৮), পঞ্চগরের শাহ আলম (২২)সহ অজ্ঞাত ৩০ বছরের ১ যুবক. ১০ বছরের ১ শিশু কন্যা ও ২১ বছরের ১ তরুনী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, ঈগল পরিবহনের একটি বাস পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। দুর্ঘটনাস্থলে বসে বাসটি একটি যানবাহনকে ওভারটেক করছিলো।
বরিশালগামী একটি খালি ট্রাকের সাথে বাসের পেছনের অংশের ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ ও বাসের পেছনের অংশ দুমড়ে মুচরে যায়। পাশাপাশি দুটি গাড়িই সড়কের দুইপাশে গিয়ে ছিটকে পড়ে। তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে। বাকী আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান-চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়।