বরিশালের উজিরপুর উপজেলার বরিশাল-ঢাকা মহাসকের পাশে সাকুরা ফিলিং স্টেশনের কারণে কয়েক একর জমির ফসল নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) রুম্পা সিকদার ও স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী কৃষকেরা জানান, সাকুরা পরিবহনের মালিক হুমায়ুন আহম্মেদ ঢাকা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা স্ট্যান্ডের কাছে সাকুরা ফিলিং স্টেশন নির্মাণ করেন। তবে নির্মাণের সময় রাখা হয়নি পানি ও পয়নিষ্কাশনের সঠিক ব্যবস্থা। এ কারণে আশাপাশের ফসলি জমিতে মলমূত্র ছড়িয়ে পড়ছে। ফলে ফিলিং স্টেশনের আশাপাশের কয়েক একর জমির ফসল নষ্ট হচ্ছে।
এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক আদম আলী হাওলাদার ও ইউসুফ হাওলাদার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে কয়েকদফা লিখিত অভিযোগ দেন। অভিযোগটি পাঠানো করা হয় উপজেলা ভূমি অফিসে।
সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা সিকদার উভয়পক্ষকে এক সপ্তাহের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে বিষয়টি সুষ্ঠু সমাধানের নির্দেশ দেন। কিন্তু সাকুরা পরিবহনের মালিক হুমায়ুন আহম্মেদ তাতে কর্ণপাত না করে খেয়াল খুশিমতো কাজ চালিয়ে যান।
এর প্রেক্ষিতে সোমবার দুপুরে সহকারী কমিশনার রুম্পা সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ফিলিং স্টেশনে উপস্থিত ছিলেন ম্যানেজার সাকিব সিকদার ও সিনিয়র মিটারম্যান ইসমাইল হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) রুম্পা সিকদার জানান, ফিলিং স্টেশন নির্মাণ করা হলেও পানি ও পয়নিষ্কাশনের সঠিক কোনো ব্যবস্থা রাখা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি সমাধানের জন্য ফিলিং স্টেশনের কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com