বরিশালে ঈদ-উল-আযহা পরবর্তী ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ১৪ আগস্ট সন্ধা ৮ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বরিশাল নগরীর লঞ্চঘাট টার্মিনালে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। মনিটরিং কার্যক্রম পরিচালনা করের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাব্বির আহমেদ।

যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায়, ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিবহন, কালোবাজারি, অবৈধ মালামাল পরিবহন, লঞ্চ থেকে নদীতে ময়লা নিক্ষেপ ইত্যাদি বিষয়ে সার্বিক মনিটরিং করেন। এসময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে যাত্রী এবং লঞ্চ মালিকদের সাথে কথা বলেন এবং লঞ্চ কতৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। আইনশৃঙ্খলা রক্ষায় নৌ-পুলিশের সদস্যরা সহায়তা করেন।