ডেঙ্গুতে আতঙ্ক না হয়ে সচেতন হোন এই স্লোগান নিয়ে আজ ১১ আগস্ট দুপুর ১২ টায়, জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে। বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভিন্ন উপজেলায়, ছুটির দিনেও ডেঙ্গু বিষয়ক সচেতনতা মশক নিধনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি তাদের সুস্থতা কামনা করে জেলা প্রশাসন বরিশাল এর সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে।
বরিশাল লঞ্চঘাট এলাকায় ডেঙ্গু বিষয়ক সচেতনতা মশক নিধনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, এস. এম. রবিন শীষ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, বিভিন্ন উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধি, স্কাউট এর সদস্যরা। শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। শুরুতে ডেঙ্গু বাহি মশা এর বিস্তার রোধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষে বরিশাল লঞ্চঘাট থেকে একটি র্যালি বের হয়ে কাউয়ারচর খেয়াঘাট গিয়ে শেষ হয়। সেখানে।কাচা বাজারসহ অন্যান্য দোকানে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।
এসময় তিন সকলের প্রতি দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com