শামীম আহমেদ ॥ মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে পালিত হয়েছে লকডাউন। লকডাউনে শ্রমজীবি থেকে শুরু করে বিভিন্ন শেনীপেশার মানুষ কর্মহীন হয়ে পরেছেন।
এরই মাঝে আবার পবিত্র মাহে রমজান শেষে ঈদ আসন্ন। তাই পবিত্র ঈদকে সামনে রেখে সরকারি বেসরকারি সহায়তা নিয়ে দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
ফলে ঈদের আগে খাদ্য ও অর্থ সহায়তা পেয়ে কর্মহীন পরিবারের মাঝে আনন্দ বিরাজ করছে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন যাবত গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সহায়তা
মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির পক্ষ থেকে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রীসহ ভিজিএফ কর্মসূচীর আওতায় জনপ্রতি সাড়ে চারশ’ টাকা ঈদের আগেই দরিদ্র পরিবারের সদস্যেদের হাতে তুলে দেয়া হচ্ছে।
পাশাপাশি বেসরকারি ভাবে এ উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী কার্যক্রম অব্যাহত রেখেছেন বিভিন্ন সংগঠন ও বিত্তশালী ব্যক্তিরা।
ইতিমধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “আপনজন” কর্তৃক গৌরনদী উপজেলার পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
উপজেলার বড়দুলালী শহীদ সুকান্ত আব্দুল্লাহ সড়কে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি (অপারেশন) পরিচালক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান অসি, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন প্রতি পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবন, এক কেজি চিনি, এক প্যাকেট লাচ্ছা সেমাই বিতরণ করেছেন।
এছাড়াও বেসরকারি টেলিভিশন মাই টিভি’র একযুগে পদার্পণে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র ও মাক্স বিতরণ করা হয়েছে। মাই টিভি’র স্থানীয় প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার উদ্যোগে কটকস্থল এলাকায় বস্ত্র ও মাক্স বিতরণ করেছেন।
গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান মান্নার উদ্যোগে উপজেলার সরিকল ইউনিয়নের ছয় শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণসহ সরিকল মাধ্যমিক বিদ্যালয়, মিয়ারচর দাখিল মাদ্রসা ও আগরপুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে নগদ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। অপরদিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচী অব্যাহত রয়েছে।
উপজেলার চাঁদশী ইউনিয়নের ছয়টি গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন নামের একটি স্বে”ছাসেবী সংগঠনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. মোস্তাফিজুর রহমান ওরফে দিনু, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মহিউদ্দিন বাদশা, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বিগত বছরের ন্যায় এবছরও করোনায় ক্ষতিগ্রস্ত উপজেলার পাঁচ হাজার ৭৩জন ব্যক্তির মোবাইল নম্বরে ইতিমধ্যে আড়াই হাজার টাকা পৌঁছে গেছে। এছাড়াও উপজেলার সাতটি ইউনিয়নের ১১ হাজার চারশ’ ৩২টি পরিবার প্রধানের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় নগদ সাড়ে চারশ’ টাকা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।
গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী জানান, সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপির অর্থায়নে সাত ইউনিয়নের সাতশ’ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
ঈদের আগে কোন পরিবার যাতে খাদ্যে কষ্টে না থাকে সে লক্ষ্যে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা মাঠ পর্যায়ে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com