আজ বরিশালের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ কগনিশনের উদ্যোগে ইভটিজিং বিরোধী অভিযান পরিচালনা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এবছরের মে মাসে প্রতিটি বিদ্যালয়ে ইভটিজিং বিরোধী ক্যাম্পেইন ও জরিপ কার্যক্রম পরিচালনা করে ইয়ুথ কগনিশন ইভটিজিংয়ের শিকার হলে কি করণীয় তা জানানো হয়।
ছাত্রীদের এবং যে সমস্ত স্থানে স্কুল ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হতো, সেসব স্থানের নাম উল্লেখ করা হয় উক্ত জরিপে। পরে তা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাছে জমা দেওয়া হয়।
পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে আজ দুপুর সাড়ে ১২ টায় আমতলার মোড় এ.আর.এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকা ও স্বাধীনতা পার্কে ওসি কোতোয়ালি মডেল থানা এ অভিযান পরিচালনা করে এবং ইয়ুথ কগনিশনের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।
এসময় উক্ত বালিকা বিদ্যালয় এলাকা থেকে দুই বখাটে যুবক কে মোটরসাইকেল সহ আটক করা হয়, এছাড়াও স্বাধীনতা পার্কে স্কুল ফাঁকি দিয়ে স্কুল ড্রেস পরিহিত প্রেমিক – প্রেমিকা জুটিদেরও জিজ্ঞাসাবাদ করে ভবিষ্যতে এমন কাজ না করার কথা বলে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে বরিশাল পুলিশ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com