বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশ‍াল নগরীতে ‍এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ১০ আর্মড ব্যাটালিয়ন পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নগরীর রুপাতলী বাস টার্মিনালের আনোয়ারের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১০০ পিস ‍ইয়াবা ‍উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যায় ‍এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ১০ আর্মড ব্যাটালিয়ন পুলিশ। গ্রেফতারকৃত হলো, রুপাতলী ‍এলাকার সুগন্ধা গলির মো. দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মো. রাকিব হাসান (২১)।

১০ আর্মড ব্যাটালিয়ন পুলিশ জানায়, বুধবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রুপাতলী বাস টার্মিনালের ঝালকাঠি কাউন্টার সংলগ্ন মো. আনোয়ারের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। ‍এসময় মো. রাকিব হাসানকে গ্রেফতার করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০০ পিস ‍ইয়াবা ‍উদ্ধার করা হয়। বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা করে গ্রেফতারকৃতকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে জানান ১০ আর্মড ব্যাটালিয়ন পুলিশ।