বরিশালে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল জেলার আগৈলঝড়া থানাধীন গৌরনদী বাজার হতে আগৈলঝড়া গামী রোডে দাসের হাট বাসষ্ট্যান্ডে মসজিদের দক্ষিণে পাকা রাস্তার উপর থেকে মো ঃ ইব্রাহিম ঘরামী (২৫) ও মো ঃ এরশাদ হাওলাদার (৩০) কে ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮)। আজ মঙ্গলবার ৩০ অক্টোবর রাত সাড়ে ১২ টায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইব্রাহিম ঘরামী গৌরনদী উপজেলার বেজগতি এলাকার মোহাম্মদ আলী ঘরামীর ছেলে এবং এরশাদ হাওলাদার একই উপজেলার দক্ষিণ রামসিদ্দি এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে। র‌্যাব-৮ এর প্রেরিত মেইল বার্তায় নিউজ বরিশাল ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, বরিশাল জেলার আগৈলঝড়া থানাধীন গৌরনদী বাজার হতে আগৈলঝড়া গামী রোডে দাসের হাট বাসষ্ট্যান্ডে মসজিদের দক্ষিণে পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ৩০ অক্টোবর রাত সাড়ে ১২ টায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক তাদেরকে আটক করে।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আসামী মোঃ ইব্রাহীম ঘরামী(২৫) এর পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পার্শ্বের পকেট হতে একটি স্বচ্ছ সাদা পলিপ্যাকে রক্ষিত ২৩ (তেইশ) পিচ লালচে গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোঃ এরশাদ হাওলাদার(৩০) এর পরিহিত ট্রাউজার প্যান্টের সামনের বাম পার্শ্বের পকেট হতে একটি স্বচ্ছ সাদা পলিপ্যাকে রক্ষিত ২২ (বাইশ) পিচ লালচে গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মোঃ মামুনুর রশিদ খান বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝড়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।