বরিশালে ইয়াবাসহ আ.লীগ নেতা, সাবেক ইউপি সদস্য গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল থেকে ৫০১ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ সরদারকে (৫২) আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

আশরাফ সরদার উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত মফেজ সরদারের ছেলে।

বুধবার র‌্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেরিত মেইলে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর একদল সদস্য মঙ্গলবার রাতে কটকস্থল গ্রামের বার্থী ইউনিয়ন পরিষদের পেছনে কলা বাগানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৫০১ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সাবেক ইউপি সদস্য আশরাফ সরদারকে আটক করে। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মামুন অর রশিদ বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে আশরাফ সরদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আশরাফ সরদারের বিরুদ্ধে কক্সবাজারেরর উখিয়া, মাদারীপুরের কালকিনি ও গৌরনদী থানায় ৩টিসহ ৫টি মাদক মামলা রয়েছে।