বরিশালে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৫ years ago
Exif_JPEG_420

উজিরপুরে উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) এর সহ-সভাপতি, সাবেক সম্পাদক, বরিশাল জেলা মুজাহিদ কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ডাঃ মোঃ আকবর হোসেন মিঞার স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৭ জানুয়ারী বিকাল ৩টায় উজিরপুর মহিলা কলেজ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আঃ হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল জেলা সাধারন সম্পাদক মাওলানা মোঃ আবুল খায়ের, আরো বক্তৃতা করেন উপজেলা মুজাহিদ কমিটির ছদর মাওলানা শহিদুল ইসলাম,

 

শ্রমিক আন্দোলনের সভাপতি ও ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম সরদার, যুব আন্দোলনের সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান, মরহুমের ভাই এ্যাড: আমির হোসেন মিঞা, বিশিষ্ট সাংবাদিক মহসিন মিঞা লিটন, উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মোঃ রেজাউল করিম সুমন মিঞা সহ শত শত ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা মরহুমের বিভিন্ন কর্মময় জীবনের উপর ব্যাপক আলোকপাত করেন। উল্লেখ্য গত ২ জানুয়ারী ডা: আকবর হোসেন মিঞা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।