বরিশালে ইলিশ রক্ষা অভিযানে ৩ লাখ মিটার জাল, ৮০ কেজি মাছ জব্দ

লেখক:
প্রকাশ: ২ years ago

প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ রক্ষার অভিযানে নৌবাহিনী জাহাজ বরিশাল জেলার চরমোনাই, মেহেদীগঞ্জ, মৃধারহাট, বুখাই নগর, পাতারহাট, চর শিবলী, লালখাঁড়াবাদ, বাবলি চর, বাউশিয়া ও হিজলা অঞ্চলের নদী সমূহে অভিযান পরিচালনা করে।

১৪-১০-২২ রোজ শুক্রবার অভিযানের সময়ে ২,৮০,০০০ মিটার কারেন্ট জাল, ১,২০,০০০ মিটার সুতার জাল এবং ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২,১৮,৪০০,০০/- টাকা।

বিষয়টি নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জাল সমূহ পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ সমূহ বিভিন্ন এতিমখানায় বন্টন করা হয়।

ম্যাজিস্ট্রেট জানান, আমরা মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে আছি এবং থাকবো।