বরিশালসহ দেশের ৬ষ্ঠ মৎস্য অভয়াশ্রমে সব ধরনের মাছ আহরনে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বুধবার (১লা মার্চ) রাতের প্রথম প্রহর থেকে।
মৎস্য অধিদপ্তরের তত্বাবধানে এসব এলাকায় ইতোমধ্যে নৌবাহিনী, নৌ পুলিশ ও কোষ্ট গার্ড এর নজরদারী শুরু হয়েছে।
তারই ধারবাহিকতায় বুধবার দুপুরে বরিশালের ইলিশের অভয়াশ্রমে অভিযান পরিচলা করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।
এসময় বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামতসহ মৎস বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামত জানান, প্রায় ৩হাজার জেলের মধ্যে ফেব্রুয়ারী ও মার্চ মাসের জন্য ৮০ কেজি করে ইতিমধ্যে চাল আমরা বিতরন করেছি, বাকিটা আমরা এপ্রিল মে মাসে দিবো। পাশাপাশি আমরা জেলেদের সচেতন করার চেষ্টা করছি।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান জানান, যখন থেকে নির্দেশনা কার্যকর হয়েছে তখন থেকে মৎস বিভাগ, নৌ বাহিনী, নৌ পুূলিশ, কোষ্ট গার্ডসহ সবাই মিলে আমরা নদীতে আছি সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। আশা করছি বরিশালে ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞার দুই মাস মাছ শিকার বন্ধ থাকবে এবং আমাদের অভিযান অব্যহত থাকবে।