আজ ১৯ সেপ্টেম্বর সকাল ১০ টায়। নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস বরিশাল এর আয়োজনে। জলবায়ু জরুরী অবস্থা ঘোষণা এবং কার্বণ নিঃসরণ বন্ধে মানববন্ধন, র্যালি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও র্যালি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস বরিশাল এর সমন্বয়ক সোহানুর রহমানসহ বিভিন্ন সংগঠনের ইয়ুথ সদস্যরাসহ সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠানের ইয়ুথ দের সাথে জেলা প্রশাসক বরিশাল অংশগ্রহণ করেন সেখানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে পাশাপাশি উন্নত বিশ্বকে জলবায়ু পরিবর্তনের দিক বিবেচনা করে নতুন প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেয়ার লক্ষ্যে কাজ করতে হবে। পরে একটি র্যালি বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।”>অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস বরিশাল এর সমন্বয়ক সোহানুর রহমানসহ বিভিন্ন সংগঠনের ইয়ুথ সদস্যরাসহ সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠানের ইয়ুথ দের সাথে জেলা প্রশাসক বরিশাল অংশগ্রহণ করেন সেখানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে পাশাপাশি উন্নত বিশ্বকে জলবায়ু পরিবর্তনের দিক বিবেচনা করে নতুন প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেয়ার লক্ষ্যে কাজ করতে হবে। পরে একটি র্যালি বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।