জাকারিয়া আলম দিপু::: আজ ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবস’। শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের, নানা সম্পর্কে থাকা মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন এটি। এ দিবস যেমন মা-বাবার এবং সন্তানের একে-অপরের, ভাইবোন, স্বামী-স্ত্রীর, প্রেমিক-প্রেমিকার, বন্ধুর প্রতি বন্ধুর, মানুষের প্রতি মানুষের ভালোবাসার জয়গানে আপ্লুত হওয়ার দিন। চলবে উপহার দেওয়া-নেওয়া।
১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ইয়ামাহা রাইডার ক্লাব বরিশাল নানা আয়োজনে ভালবাসা দিবস উৎযাপন করে।
ইয়ামাহা রাইডার ক্লাব বরিশাল পরিবারের উদ্যোগে ভালোবাসা দিবস উপলক্ষে নগরীর মেসার্স রাতুল অটো সিএনবি রোড শোরুম থেকে বাইক র্যালী শুরু হয়ে বিজয় বহঙ্গ,আমতলার মোড, মেডিকেল কলেজ, চাঁদমারী হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বঙ্গবন্ধু উদ্যানে বিশেষ ফটোসেশন বুথের আয়োজন করে ইয়ামাহা। ইয়ামাহা ভক্তরা ছবি তুলে ভালোবাসা দিবস উৎযাপন করে। এসময় ভক্তদের চকলেট ও ফুল উপহার দেয় ইয়ামাহা রাইডার ক্লাব বরিশাল। ইয়ামাহা রাইডার ক্লাবের গ্রুপ ফটোসেশনের মাধ্যমে ছবি তোলার পর্ব শেষ হয়।
নগরীর মেসার্স রাতুল অটো সিএনবি রোড শোরুমে সদস্যদের নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে ভিন্নভাবে ভালবাসা দিবস উৎযাপন করলো ইয়ামাহা রাইডার ক্লাব বরিশাল।
এসময় উপস্থিত ছিলেন মেসার্স রাতুল অটো স্বত্বাধিকারী মোঃ আব্দুল ছালাম হাওলাদার, ইয়ামাহা মাকেটিং ম্যানেজার সাজ্জাত সম্মাট, ইয়ামাহা রাইডার ক্লাব বরিশালের এডমিন জিএম রিমন, মডারেটর ফজলে রাব্বি ও ক্লাবের সদস্যবৃন্দ।