 
     ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে মানববন্ধন করছেন বরিশালের গ্রাহকরা। ইভ্যালির গ্রাহকদের শুক্রবার বেলা ১১টায় নগরীর টাউন হলের সামনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে মানববন্ধন করছেন বরিশালের গ্রাহকরা। ইভ্যালির গ্রাহকদের শুক্রবার বেলা ১১টায় নগরীর টাউন হলের সামনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গ্রাাহকরা বলেন, নিয়মিত তারা ইভ্যালি থেকে পণ্য কিনছেন। যে কোনো কারণে ইভ্যালি পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। তাকে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তবুও ইভ্যালিকে সময় দিতে চাই।
কারন অতীতে দেখেছি, ডেসটিনির কর্তৃপক্ষকে গ্রেপ্তারের পরে গ্রাহকরা তাদের প্রাপ্য অর্থ ফেরত পাননি। আমরা মনে করি, ইভ্যালির সিইও-চেয়ারম্যান মুক্ত থাকলে আমাদের অর্থ ফেরত বা পণ্য পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন গ্রাহকরা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com