প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২০, ৩:৩৯ পূর্বাহ্ণ
বরিশালে ইউরোটেলের ফাইবার কেটে ফেলেছে দুর্বৃত্তরা

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের ফাইবার ক্যাবল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৭ জুলাই) বিকেলে একটি হলুদ গাড়িতে করে এসে কেটে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বরিশাল নগরীর রূপাতলী লিলি পেট্রোল পাম্পের দক্ষিণ দিকে থেকে কাঠালতলা পর্যন্ত পটুয়াখালী-বরিশাল সড়কের সংযুক্ত কমপক্ষে ৩০০ মিটার ক্যাবল কেটে ফেলে। এতে করে গুরুত্বপূর্ন সরকারি ও বেসরকারী কয়েকটি প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ সাময়িক সময়ের জন্য বিঘ্ন সৃষ্টি হয়।
জানা গেছে, পল্লী বিদ্যুৎ অফিস, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর অফিস, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮) এর সদর দফতর, উৎপাদনকারী প্রতিষ্ঠান এ্যাংকর সিমেন্ট, খান সন্স গ্রুপ, অপসোনিন গ্রুপ, সোনারগাও টেক্সটাইলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়।
তাছাড়া ওই এলাকার বাসা-বাড়ির ব্যবহারকারীরাও সেবাবিঘ্নের শিকার হন।ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের জিএম এনামুল হক প্রিন্স জানিয়েছেন, দুর্বৃত্তরা ক্যাবল কেটে এমনভাবে ঝুলিয়ে রেখে গেছে যেন কেউ সহজে বুঝতে না পারে।
তবে সংবাদ পেয়ে ইউরোটেলের মোবাইল টিম কাজ শুরু করেছে। অল্পক্ষণের মধ্যেই নিরবিচ্ছন্ন সেবা প্রদান করা সম্ভব হবে।
প্রিন্স বলেন, যারা এই কাজ করেছে তাদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।এ বিষয়ে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
ওদিকে ওই একই স্থান থেকে শুরু করে এমআর ইন্টারনেট নামক আরেকটি প্রতিষ্ঠানের প্রায় ৫০০ মিটার ফাইবার কেটে দিয়ে গেছে দুর্বৃত্তরা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com