বরিশালে ইউপি চেয়ারম্যানের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

:
: ৫ years ago

ডিস লাইনের ব্যবসার বিরোধকে কেন্দ্র করে বরিশালের দুইবারের শ্রেষ্ঠ গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে আগামী ১৯ মার্চের মধ্যে গৌরনদী মডেল থানার ওসিকে তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।

শুক্রবার গৌরনদী মডেল থানার ওসি জানান, আদালতের আদেশের কপি হাতে পেয়ে তদন্তকাজ শুরু করা হয়েছে। এজাহারে জানা গেছে, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বাদী হয়ে গত ১৭ ফেব্রুয়ারী আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় মাহিলাড়া এলাকার জনৈক রাসেল রাড়ী, রাজিব রাড়ী, রাকিব সরদার, শাহিন সরদার, আলিম খানসহ ১৩ জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে।

সূত্রমতে, গত ১৬ ফেব্রুয়ারী দিবাগত মধ্যরাতে মাহিলাড়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বিল্বগ্রামস্থ বাড়ির রান্নাঘরে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। মুহুর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পরে। তাৎক্ষনিক স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।