শামীম আহমেদ ॥ বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে সাদিয়া আক্তার (১৫) নামের নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সোমবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার ধামুরা গ্রামের শাহ আলম হাওলাদারের পুত্র ফয়সাল হাওলাদারের সাথে গৌরনদী উপজেলার গোবর্দ্ধন গ্রামের রাসেল সরদারের নবম শ্রেণী পড়ুয়া কন্যার বিয়ের সকল আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করে ওই ছাত্রীর পরিবার। খবর পেয়ে ঘটনাস্তলে পৌঁছে বাল্য বিয়ে বন্ধ করা হয়। এসময় বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের পিতা রাসেল সরদারকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদানের পাশাপাশি কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com