বরিশালের মুলাদী উপজেলায় শুকনা আবর্জনা পুড়িয়ে নষ্ট করতে দেওয়া আগুনে তিনটি পানের বরজ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বরজ মালিকরা।
শুক্রবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার গাছুয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের মৃধারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সৈয়দেরগাঁও গ্রামের কয়েকজন বাসিন্দার কাছ থেকে জমি বর্গা নিয়ে একই এলাকার সঞ্জিত কুমার ভৌমিক ও অভিজিৎ পাল পানের বরজ করেন।
সঞ্জিত কুমার ভৌমিক ৯৬ শতাংশ ও অভিজিৎ পাল ৭০ শতাংশ জমিতে পানচাষ করেন। বিকেলে হঠাৎ করে অভিজিৎ পালের পানের বরজে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে অভিজিৎ পাল ও সঞ্জিত কুমার ভৌমিকের তিনটি পানের বরজ ভস্মীভূত হয়ে যায়।
সঞ্জিত কুমার ভৌমিকের ভাই সুজিত কুমার ভৌমিক বলেন, ‘সকাল থেকে পানের বরজে লোকজন কাজ করছিলেন।
বিকেলে অভিজিৎ পালের কাজের লোকজন পানের বরজ থেকে ৫ থেকে ৭ হাত দূরে একটি গর্তের মধ্যে শুকনা আবর্জনায় আগুন দেন। এসময় আব্দুল খালেক নামের এক শ্রমিক আগুনের মধ্যে শুকনা কাশফুলের ঝাড় নিক্ষেপ করেন।
এতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। দক্ষিণ থেকে বাতাস থাকায় আগুন পানের বরজের মধ্যে ছড়িয়ে পড়ে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তিনটি বরজ পুড়ে ছাই হয়ে যায়।’
অভিজিৎ পাল বলেন, ‘পানের বরজের বেড়া পাটকাঠি দিয়ে তৈরি করা হয়। এ কারণে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়েছে। এত দ্রুত পুড়েছে যে নেভানো সম্ভব ছিল না।’
আগুনে তিনটি বরজ পুড়ে গিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com