বরিশালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির তরুন নেতৃবৃন্দের উদ্যোগে ডাস্টবিন বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

শামীম আহমেদ ॥ বরিশালে মঙ্গলবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক রাজনৈতিক ফেলোশিপের আওতায় জাতীয় ছাত্র সমাজ, বরিশাল মহানগর এবং বাংলাদেশ আওয়ামীলীগ, বরিশাল মহানগর কমিটির রাজনৈতিক ফেলোদের উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যডভোকেট এ কে এম মুরতাজা আবেদীন কর্তৃক ওয়ার্ডবাসীর জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

নগরীর ২ নং ওয়ার্ডের এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ এলাকায় ময়লা ফেলার নির্দিষ্ট স্থানের অভাবে এখানে সেখানে ময়লা ফেলতে বাধ্য হচ্ছিল, যার ফলে এলাকা ময়লা-আবর্জনায় পরিপূর্ণ থাকত। ভূক্তভূগি হচ্ছিলেন সাধারণ এলাকাবাসী। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল -এর রাজনৈতিক ফেলো মোঃ আশিকুর রহমান, সভাপতি, জাতীয় ছাত্র সমাজ, বরিশাল মহানগর এবং এ্যাড. গোলাম সরোয়ার রাজীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বরিশাল মহানগর -এর উদ্যোগে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ব্যবস্থা গ্রহণ করেন।

সকাল সাড়ে এগারোটায় ২ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যডভোকেট এ কে এম মুরতাজা আবেদীন নিজে সমগ্র এলাকায় ডাস্টবিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির বরিশাল মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক এ,কে,এম মোস্তফা জাতীয় ছাত্র সমাজ, বরিশাল মহানগর কমিটির সভাপতি মোঃ আশিকুর রহমান, জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব মনির মীরা। এলাকার বিভিন্ন স্কুলে এবং দোকানগুলোতে ডাস্টবিন বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার দিপু হাফিজুর রহমান।

আনন্দিত এলাকাবাসী নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর কে। আগামী ৩১ অক্টোবর ২০১৮ তারিখ বিকাল ৩ টায় বরিশাল নগরীর পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক প্রেস কনফারেন্স আয়োজিত হচ্ছে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তারা জানান।