অস্বাস্থ্যকর পরিবেশ, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় একটি আইসক্রীম ফ্যাক্টরি সহ দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার জরিমানা প্রদান করা হয়েছে।
রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ ও ফারজানা আক্তার পরিচালিত পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা প্রদান করা হয়।
দন্ডিত প্রতিষ্ঠান দুটি হলো নগরের কাউনিয়া বিসিক শিল্প নগরী এলাকার সাগর আইসক্রীম ও নগরের নতুন বাজার এলাকার আব্দুল জলিল মিয়ার মালিকানাধীন ডায়মন্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট। দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তথ্য নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক জানান, ‘বরিশাল সিটি কর্পোরেশন এবং থানা পুলিশের সহযোগিতায় বিকাল ৪টা হতে সোয়া ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com