বরিশাল নগরীর তাজকাঠি থেকে রিভলবার, পাইপগান ও গুলিসহ গ্রেফতার আব্দুস সত্তারকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে মামলার চার্জশিট থেকে সত্তারের ছেলে জসিম হাওলাদারের (৪১) নাম বাদ দেয়ায় তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমানের কোনো গাফিলতি আছে কিনা তা আগামী ৬০ দিনের মধ্যে ট্রাইব্যুনালকে অবহিত করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আশিকুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৮ জুন র্যাব-৮ এর সদস্যরা তাজকাঠি এলাকার সত্তারের ঘরে অভিযান চালিয়ে সত্তার ও তার ছেলে জসিমকে গ্রেফতার করে।
পরে বাবা-ছেলের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় একটি করে রিভলবার ও পাইপাগান এবং ৬ রাউন্ড গুলি। এ ঘটনায় র্যাবের ডিএডি আলমগীর হোসেন বাদী হয়ে বাবা-ছেলেকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্তের দায়িত্ব পান এসআই আনিসুর রহমান। এসআই আনিসুর রহমান একই বছরের ১৭ জুলাই মামলার আসামি জসিমকে বাদ দিয়ে চার্জশিট দেন আদালতে। ৯ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক এ রায় দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com