বরিশালে অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে দুই রেস্টুরেন্টকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল নগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি রেষ্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১২ টার দিকে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে নগরের পুলিশ লাইন রোড এলাকা দি কিচেন চাইনিজ রেষ্টুরেন্ট ও আনাইয়াস চাইনিজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন অফিসার ও বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, অসাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার রাখা ও পোরা তেল ব্যবহার করার অপরাধে রেস্টুরেন্ট দুটিকে জরিমানা করা হয়। এছাড়া বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ অভিযানে বিভিন্ন দোকানের ট্রেড লাইসেন্স পরীক্ষা করে দেখা হয়।

পাশাপাশি লবনের বিষয়েও খোজখবর নেয়া হয় বলে জানান সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।