একুশের অনুষ্ঠানমালা উপলক্ষে বরিশালে পথচিত্র ও আলপনা অংকনের উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বরিশাল কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে দেয়াল চিত্রের উদ্বোধন করেন। এ সময় সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও চারুকলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩দিনব্যাপী (১৯ থেকে ২১ ফেব্রুয়ারি) একুশের অনুষ্ঠানমালার অংশ হিসেবে চারুকলা নামে একটি সংগঠনের উদ্যোগে এই দেয়াল চিত্রের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক এই কার্যক্রমের উদ্বোধন করেন। চারুকলার সাধারন সম্পাদক সুভাস দাস জানান, ‘প্রতি বছর কেন্দ্রিয় শহীদ মিনারে ৩দিনব্যাপী একুশের অনুষ্ঠান মালার আয়োজন করে সমন্বয় পরিষদ। অনুষ্ঠান প্রানবন্ত করতে চারুকলার বরিশাল প্রতি বছর শহীদ মিনার সংলগ্ন সার্কিট হাউজের দেয়ালে দেয়াল চিত্র করে থাকে। এই ধারাবাহিকতায় এবারও একুশের অনুষ্ঠানমালাকে কেন্দ্র করে দেয়াল চিত্র ও আলপনা কার্যক্রম হাতে নিয়েছে চারুকলা।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com