বরিশালে অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৮

লেখক:
প্রকাশ: ৪ years ago

অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে
বরিশাল জেলার কাজিরহাট থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে
আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে
থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি
বিশেষ আভিযানিক দল ১৬ জুন ২০২০ তারিখ বরিশাল জেলার কাজিরহাট থানা
এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে
আনুমানিক ১৫.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল
জেলার কাজিরহাট থানাধীন ভংগা সাকিনস্থ কাশেম হাওলাদারের বাড়ীর সামনে
কাঁচা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে
র‌্যাবের আভিযানিক দলটি ১৬ জুন ২০২০ তারিখ আনুমানিক ১৬.২৫ ঘটিকায়
কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে
পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ জাকির হোসেন(৩৮), পিতা-
মোঃ মনসুর আলী, সাং- ভংগা, পোঃ কাদিরাবাদ, থানা- কাজিরহাট, জেলা- বরিশাল
বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট
থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসস্#ি৩৯;র
ডিএডি মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে বরিশাল জেলার কাজিরহাট থানায় মাদক
দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।