বরিশালে অভিযানের ট্রলারে জেলেদের হামলা, ​নিখোঁজ কোস্ট গার্ড সদস্য

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশালের হিজলায় মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে গভীর রাতে বের হওয়া কোস্ট গার্ডের অভিযানের ট্রলারে হামলা করেছে জেলেরা। এ ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছে পারভেজ নামের কোস্ট গার্ডের একজন সদস্য।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৩টার দিকে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজ সদস্যকে উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরিরা চেষ্টা চলাচ্ছে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির আইসি সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কোস্ট গার্ডের দায়িত্বশীলরা বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে রাজি হননি।

কোস্ট গার্ড একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ‘প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে যায় কোস্ট গার্ডের একটি টিম।
গভির রাতে হিজলা গৌরবদী’র চরকিল্লা এলাকায় একদল জেলে’র ইলিশ শিকারের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে তারা। ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই জেলেরা কোস্ট গার্ডের ট্রলারে হামলা করে।

এসময় হামলার শিকার কোস্ট গার্ডের দুজন সদস্য মেঘনা নদীতে পড়ে যায়। এদের মধ্যে একজন উদ্ধার হলেও পারভেজ নামের একজন সদস্য নদীতে নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা করছে কোস্ট গার্ডের ডুবুরিরা।

এ বিষয়ে কোস্ট গার্ডের হিজলা জোনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে যারা রয়েছে এ বিষয়ে তারা কেউ বক্তব্য দিতে রাজি হননি।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির আইসি সোহেল রানা বলেন, ‘কোস্ট গার্ডের ওপর হামলা এবং একজন নিখোঁজ থাকার ঘটনা সত্যি। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু তারা এ বিষয়ে আমাদের কিছু বলছে না। তবে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ অক্টোবর হিজলা উপজেলার বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ডের ট্রলারে হামলা এবং ইটপাটকেল নিক্ষেপ করে জেলেরা। এ ঘটনার জের ধরে ওইদিনই কোস্ট গার্ড জেলেদের গ্রামে ঢুকে লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে। লাঠিচার্জে একজন অন্তঃসত্ত্বা আহত হয়