বরিশাল নগরীর বটতলা এলাকায় নিয়মবহির্ভূতভাবে অবৈধ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার মজুদ রাখার দায়ে বরিশালে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী মঙ্গলবার (৫ মার্চ) এই অর্থদন্ড প্রদান করেন।
অভিযুক্ত ব্যবসায়ী হচ্ছেন নগরীর বটতলা এলাকায় শরীফ এন্টারপ্রাইজের মালিক মো. নুরুল আলম।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, শরীফ এন্টারপ্রাইজের অনুমোদিত লাইসেন্সের শর্তনুযায়ী ওই ডিলার সর্বোচ্চ ৪০টি এলপিজি সিলিন্ডার মজুদ রাখতে পারবেন। কিন্তু তার গোডাউনে অভিযান চালিয়ে ২ শতাধিক সিলিন্ডার মজুদ পাওয়া যায়।
এর দায়ে নুরুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।”
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com