আজ ১৩ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযান চলান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল এএসপি মুকুর চাকমার নেতৃত্বে র্যাব-৮ এর একটি চৌকষ টিম।
এছাড়াও অভিযানে সহযোগীতা করে বরিশাল সদর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট উপজেলা প্রশাসন।
অভিযানের সময় অবেধ ভাবে ইট প্রস্ততের দায়ে দোয়ারিয়া এলাকার মেসার্স ফাইন ব্রিকস এর মালিক মোঃ আব্বাস উদ্দিন কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়, একই এলাকার মেসার্স মাস্টার ব্রিকস এর ম্যানেজার আনোয়ার হোসেন কে ১ লক্ষ টাকা জরিমান করেন, মেসার্স সালাম ব্রিকস এর ম্যানেজার মোঃ আনিসুর রহমান কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়, মেসার্স আকন ব্রিকস এর প্রোপাইটর মোঃ মিল্টন আকন কে ২.৫ লক্ষ টাকা জরিমান করেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান যে অবৈধ ইট ভাটা বিরোধী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে, একইসাথে বিভিন্ন সংস্থা অভিযানে সহযোগীতা করায় তাদেরকে ধন্যবাদ প্রদান করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com